Lead Academy PTE
License No. 283870
zeromissingchildren@gmail.com
https://ekai100.org/
প্রতিটি শিশু হলো এক-একটি কোমল ফুল। কিন্তু অনেকেই তাদের বিভিন্নভাবে আঘাত করে, তাদের অধিকার ও শৈশব কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চাই, যাতে তারা এবং তাদের অভিভাবকরা ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন হতে পারে। শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে একাই ১০০ এক বিশাল আন্দোলন গড়ে তুলতে যাচ্ছে। একাই ১০০ এর লক্ষ্য—দেশের প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করা, যেন তারা কোনো নির্যাতনের শিকার না হয়। আর যদি কোনো শিশু নির্যাতনের শিকার হয়, তাহলে দেশের সকল 'একাই একশো' অ্যাম্বাসেডররা এক হয়ে তার পাশে দাঁড়াবে।